বড় জয় ক্যারিবীয়দের
পোর্ট অব স্পেনে শ্রীলঙ্কাকে ২২৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৫৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে কুশল মেন্ডিসের শতরানের পরও ২২৬ রানে গুঁটিয়ে গেছে শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংস। অথচ ৩ উইকেটে ১৭৬ রানে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল সফরকারীরা। তখন ম্যাচ বাঁচানোর স্বপ্নও হয়তো দেখছিল তারা। কিন্তু দেবেন্দ্র বিশু এবং রোস্টন চেসের বোলিংতোপে আর মাত্র ৫২ রান যোগ করতেই শেষ ৭ উইকেট হারিয়ে বসায় শেষ পর্যন্ত বড় হারের হতাশাই সঙ্গী শ্রীলঙ্কার। চেস চারটি এবং বিশু নিয়েছেন ৩ উইকেট।
কাল পঞ্চম দিনের শুরুতে আগের দিন ৯৪ রানে অপরাজিত থাকা কুশল মেন্ডিস ব্যক্তিগত রান তিন অঙ্কে (১০২) নেওয়ার পরপর আউট। তার কিছুক্ষণ পরেই ফিরেছেন লাহিরু গামাগে। তাঁদের দেখানে পথে অন্য সতীর্থরাও হাঁটায় ২২৬ রানে গুঁড়িয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। প্রথম ইনিংসে কার্যকর শতরানে ম্যাচসেরা হয়েছেন শেন ডাউরিচ। ক্রিকইনফো