ফ্লপ অব দ্য ডে

হুয়ান মার্তিন দেল পোত্রোর বিপক্ষে হেরে ফ্রেঞ্চ ওপেনে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছেন তৃতীয় বাছাই মারিন সিলিচ। আর্জেন্টাইন হুয়ান মার্তিন দেল পোত্রোর সঙ্গে লড়াইটা দারুণ জমেছিল এই ক্রোয়াটের। কিন্তু প্রায় চার ঘণ্টার ম্যারাথন লড়াই শেষে হতাশাই সঙ্গী হয়েছে সিলিচের। প্রথম সেট টাইব্রেকারে হারলেও দ্বিতীয়টি ৭-৫ গেমে জিতে ১-১ সেটে সমতাও ফেরান সিলিচ। এরপর টানা দুটি হেরে বিদায় নিতে হয় তাঁকে।