ফ্লপ অব দ্য ডে

231806kalerkantho-7-2018-05-29-9

ফ্রেঞ্চ ওপেনে একবার বিজয় উৎসব করেছেন তিনি। গত বছরও রোলাঁ গাঁরোয় ফাইনাল খেলেছিলেন স্তানিসলাস ওয়ারিঙ্কা। প্যারিসের আসরে এবার প্রথম রাউন্ডে বিদায়ঘণ্টা বেজে গেছে সুইজারল্যান্ডের এ তারকার। গুইলার্মো গার্সিয়া লোপেজের বিপক্ষে লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। একপর্যায়ে প্রথম সেট হেরেও তিনি এগিয়ে গিয়েছিলেন ২-১ সেটে। এরপর টানা দুটি হারে ম্যাচটিও হেরে যান ২-৬, ৬-৩, ৬-৪, ৬-৭, ৩-৬ গেমে।