সরে দাঁড়ালেন জেমস

বিশ্বকাপের ২৩ জনের দলে জায়গা হয়নি ফরাসি মিডফিল্ডার আদ্রিয়েন র্যাবিওর। কোচ দিদিয়ের দেশম স্ট্যান্ডবাই তালিকায় রাখলেও ক্ষোভে নিজেকে প্রত্যাহার করে নেন পিএসজির এই তারকা। তবে ইংলিশ ডিফেন্ডার জেমস তারকোসকির ব্যাপারটা এমন মান-অভিমানের নয়। স্ট্যান্ডবাই তালিকায় থাকা বার্নলির এই খেলোয়াড় বিশ্বকাপ থেকে নিজেকে প্রত্যাহার করে নিলেন অস্ত্রোপচারের জন্য। হার্নিয়ার সমস্যাটা ভোগাচ্ছিল অনেক দিন। মূল স্কোয়াডে না থাকায় রাশিয়া যাওয়ার সম্ভাবনাও কম। এ জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনকে জানিয়েছেন নিজের সিদ্ধান্ত। বার্নলি এক বিবৃতিতে জানিয়েছে, ‘হার্নিয়ার সমস্যায় ভুগছে জেমস তারকোসকি। তাঁর অস্ত্রোপচার দরকার। তাহলে আগামী মৌসুমে খেলতে পারবে শুরু থেকে।’ ডেইলি মেইল