দৈনিক দেশ জনতার কার্যালয়ে উচ্ছেদ অভিযান
দৈনিক দেশ জনতা পত্রিকার কার্যালয়ে গতকাল বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। দুপুর একটার দিকে ঢাকা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাফি ইবনে সাজ্জাদের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
পত্রিকার সহকারী সম্পাদক মহিউদ্দিন খান মোহন বলেন, ‘দুপুরে একজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কয়েকজন পুলিশ এবং সাদা পোষাকের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কার্যালয়ে এসে আমাকে অফিস খালি করে দিতে বলেন। এ সময় সম্পাদক সালাহউদ্দিন আহমেদ আসা পর্যন্ত এক ঘণ্টা সময় চাওয়া হলেও তাঁরা সেটি দিতে রাজি হননি।
দেশ জনতার নির্বাহী সম্পাদক তানভীর আহমদে রবিন বলেন, কার্যালয় খালি করার কোনো নোটিশ আমরা পাইনি। বিনা নোটিশে আমাদের কর্মীদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয় এবং মালামালের ক্ষতি করা হয়।
ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাখাফি ইবনে সাজ্জাদ বলেন, আদালতের নির্দেশ কার্যালয়টি খালি করা হয়েছে।