ফরিদপুরে বসুন্ধরা সিমেন্টের ইফতার ও দোয়া মাহফিল

234244Kalerkantho_18-05-24-4

ফরিদপুরে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় একটি চায়নিজ রেস্তোরাঁয় আয়োজিত এ মাহফিলে ফরিদপুর অঞ্চলের ব্যবসায়ীরা অংশ নেন।

এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসাইন, জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ, এজিএম (ব্রাঞ্চ) আশিকুর রহমান আশিক, ম্যানেজার মার্কেটিং ফাংশন সাইফুল ইসলাম রুবেল, ডিভিশনাল সেলস ম্যানেজার কবীর আহমদ, ডেপুটি ম্যানেজার সঞ্জীব কুমার সরকার, ডেপুটি ম্যানেজার সুমন চন্দ্র কর, ডেপুটি ম্যানেজার বিপ্লব হোসেন, এরিয়া সেলস ম্যানেজার মুশফিকুর রহমান, এরিয়া ম্যানেজার হাফিজুল ইসলাম এবং ফরিদপুর চেম্বারের সাবেক সভাপতি জাহাঙ্গীর মিয়াসহ বিভিন্ন স্তরের ব্যবসায়ীরা। ইফতারের আগে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।