জুলহাস ও তনয় হত্যা: তদন্তের সময় আবারো বাড়ল

ইউএসএইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয় হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা আবারো বাড়ানো হয়েছে।
আজ রবিবার তদন্ত সংস্থা প্রতিবেদন আদালতে দাখিল না করায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ জুন দিন ধার্য করেন।
সকালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহমুদা আক্তার নতুন তারিখ ধার্য করেন।
২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাসের একটি বাড়িতে প্রবেশ করে দুর্বৃত্তরা জুলহাস ও তনয়কে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় জুলহাসের ভাই মিনহাজ মান্নান ইমন বাদী হয়ে কলাবাগান থানায় হত্যা মামলা দায়ের করেন।
মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মামলাটি তদন্ত করছে। ধারণা করা হয় জঙ্গিরা এই হত্যাকাণ্ডে জড়িত রয়েছে। কিন্তু দুই বছর পার হলেও তদন্ত শেষ করতে পারেনি ডিবি।