বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে হুমকি দিয়ে কলাম লেখাতে ঢাকায় মানহানির মামলা

পোর্টাল বাংলাদেশ নামক একটি অনলাইন পত্রিকায় জাতির জনক বঙ্গবন্ধু ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হুমকি জাতীয় লেখা লেখায় ঢাকার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল ৪ ই মার্চ সর্বমোট ১৩ জনের বিরুদ্ধে একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। আকবর আলী নামে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা এম ডি হাসনাইন নাওক এক ব্যাক্তিকে প্রধান আসামী করে এই মামলাটি দায়ের করেন। মামলার নং ৪৭৫/২০১৯ উল্লেখ্য যে গত ২৩ শে ডিসেম্বর ২০১৮ সালে পোর্টাল বাংলাদেশ ডট কম নামে একটি অনলাইন পত্রিকায় “ফ্যাসিবাদী হাসিনাকে নির্মূল করে বাংলাদেশকে মুক্ত করতে হবে” শীর্ষক একটি কলাম প্রকাশিত হয় যার লেখক ছিলেন যথা ক্রমে এম ডি আনিছুজ্জামান ও মোহাম্মদ রাশেদ আলম।

এই লেখাতে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি সহ বাংলাদেশ সরকারকে উৎখাতের প্রচ্ছন্ন হুমকি ছিলো। এই ছাড়াও উক্ত লেখাতে লেখকদ্বয় সম মনষ্ক অনেক ব্যাক্তিবর্গের সাক্ষাৎকার ও মন্তব্য প্রকাশ করেন যেখানে বাংলাদেশ সরকার নিয়ে মিথ্যে তথ্য এবং বাংলাদেশ সেনাবাহিনীকে উষ্কে দেবার আহবান ছিলো। এই মামলায় পোর্টাল বাংলাদেশের সম্পাদক এম ডি সাব্বির হোসাইন, সহ সম্পাদক চিন্ময় দেবনাথ সহ আরো বাকি ১০ জনের বিরুদ্ধেও পেনাল কোডের ৫০০ ও ৫০১ ধারায় অভিযোগ আনা হয়। এই মামলার অন্য আসামীরা হচ্ছেন মোহাম্মদ রাশেদ আলম, এম ডি আনিছুজ্জামান, আজির উদ্দিন, মোহাম্মদ আবু জোবায়ের রব্বানী, শাহ মোহাম্মদ শাহীনুর রব, নিজাম উদ্দিন দোদন, কাওসার হামিদ, এম ডি তোফায়েল হোসেন, মশিউল হোসেন খান ও এম ডি মিজানুর রহমান।

এই ব্যাপারে মামলার বাদী আকবর আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বাংলার জমিনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে কোনো লেখা প্রকাশ করা হলে কোনোভাবেই তা ক্ষমা করা হবে না। ৭৫ এর পরাজিত শক্তিরা আর কোনোভাবেই মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না এই বাংলাদেশে। এত জঘন্য একটি লেখার বিরুদ্ধে কেউ রুখে দাঁড়ালে অন্যায় হবে বলে আমি মনে করি। এই সকল দোষীদের শাস্তি আমরা নিশ্চিত করতে চাই”