সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে বিব্রত রাসেল

গণ জাগরণ মঞ্চ যুক্তরাজ্য এর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনার মাধ্যমে এবং নিজেকে জাহির করবার উদ্দেশ্যে একটি সাংবাদিক সম্মেলন করে রীতিমত অপমানিত হয়ে বাসায় যেতে বাধ্য হয়েছেন শাহ রাসেল নামে একজন অবৈধ ভিডিও ধারনকারীর। রাসেলের মূল পেশা কি বা কি করে সংসার চালান এই ব্যাপারে জানতে চাইলে সাংবাদিকদের তিনি ধোঁয়াশার মধ্যেই রেখে দেন।
গত ১ লা মার্চ শাহ রাসেল বো রোডের ম্যাকডোনাল্ডসে গণ জাগরন মঞ্চের কর্মীদের গোপনে ভিডিও করতে গিয়ে হাতে নাতে ধৃত হন। এসময় তার সাথে থাকা জুবের নামে একজন সাগরেদ মঞ্চের কর্মীদের ধাক্কা দিয়ে রেস্টুরেন্টের পাশের পাইন স্ট্রীটে দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ এসে রাসেলকে তিন ধাপে তার পুরো শরীর সার্চ করে এবং তার কাছে ধারনকৃত কিছু আপত্তিকর ভিডিও দেখতে পাওয়ায় তারা তাকে তীব্র ভৎসনা করে।
এ ঘটনার পর বাংলা নিউজ ২৪, চ্যানেল আই অনলাইনসহ বাংলাদেশের মেইন স্ট্রীম কিছু অনলাইন মিডিয়া এই পুরো সংবাদটিকে কাভার করলে শাহ রাসেল এটির বিরুদ্ধে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন ইস্ট লন্ডনের একটি জামাত-শিবির মালিকানা রেস্টুরেন্টে। এসময় তিনি তার পক্ষে সাফাই গাইতে শুরু করলে উপস্থিত সাংবাদিকেরা তাকে প্রশ্নবাণে জর্জর করে ফেলেন। রাসেল তাদের জানায় যে, সে ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টে ফুড এন্ড হাইজিন ঠিকমত মেনে চলে কিনা সেটার জন্য সেখানে গিয়েছিলো।
কিন্তু সাংবাদিকেরা রাসেলকে প্রশ্ন করেন যে এই ধরনের ফুড চেক পরিদর্শন করবার লাইসেন্স তার আছে কিনা কিংবা তিনি কে যে হাজিন পরীক্ষা করার জন্য সেখানে গেছেন? এসময় রাসেল তড়িঘড়ি করে অন্য প্রসঙ্গে বার বার ফিরে যেতে চাইলে উপস্থিত সাংবাদিকরা তাকে চেপে ধরে। সাংবাদিকদের মধ্যে কেউ কেউ তাঁকে জিজ্ঞেস করেন যে “তিনি কি ফুড ইন্সপেক্টরের চাকুরী করেন?” তখন রাসেল স্বীকার করেন যে এই ধরনের কোনো লাইসেন্সের নাম তিনি তার জীবনে শোনেন নি। এমন লাইসেন্স যে লাগে সেটা সম্পর্কেও কোনো ধারনা নেই। সাংবাদিকেরা আরো বলেন যে রাসেলের সরবরাহকৃত ভিডিওর মধ্যে শুধু ম্যাকডোনাল্ডস রেস্টুরেন্টের দুইজন হিজাব পরিহিত নারীকেই কেন বার বার ভিডিও করেছেন? কি তার উদ্দেশ্য? এই প্রশ্নের জবাবেও রাসেল কোনো সদুউত্তর দিতে পারেননি।
উলেক্ষ্য যে রাসেল তার ভিডিওর প্রথমাংশে ম্যাকডোনাল্ডসের কাউন্টারে দাঁড়ানো দুইজন নারীকে ভিডিও করেন যদিও সেই কাউন্টার এলাকা ছিলো সংরক্ষিত। আর ভিডিওর দ্বিতীয় অংশে তিনি অনুমতি ছাড়া গোপনে ভিডিও করেন গণ জাগরণ মঞ্চের কর্মীদের।
ভিডিওতে স্পস্ট দেখা যাচ্ছে যে সেখানে গণ জাগরণ মঞ্চের কর্মীদের ভিডিও করা হচ্ছে কিন্তু সেটা কেন বা এই ভিডিওর সাথে ফুড এন্ড হাইজিনের কি সম্পর্ক এমন প্রশ্নে রাসেল বিব্রত বোধ করেন। উপস্থিত সাংবাদিকেরা আবারো জিজ্ঞেস করেন যে তিনি কি কোনো অনুমতি নিয়ে তাঁদের ভিডিও করেছেন? এইসব প্রশ্ন শুনে রাসেল তড়ি ঘড়ি করে সংবাদ সম্মেলন শেষ করেন। এই সময় সেখানে সাংবাদিকদের মধ্যে নানান কৌতূহলের জন্ম দেয়।
একজন সাংবাদিক হাসতে হাসতে বলেন “অপরাধ করে সংবাদ সম্মেলন করতে এসে লোকটি ধরা খেয়ে বাসায় চলে গেলো”
প্রবাস খবরঃ ইফতি/এম আর