২৫ শতাংশ শেয়ার বিক্রিতে চুক্তি ১৪ মে

dhaka

চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়ামের কাছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ২৫ শতাংশ শেয়ার বিক্রি করতে চুক্তি স্বাক্ষর হবে আগামী ১৪ মে। রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে জানা গেছে।

শেয়ার প্রতি দাম ও কারিগরি সহায়তায় ‘আকষর্ণীয়’ এই প্রস্তাবকে ডিএসই পর্ষদে অনুমোদনের পর গত ৩ মে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) চুড়ান্ত অনুমোদন দিয়েছে। এখনো চুক্তি হয়নি। প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ১৪ মে শেয়ার বিক্রি সংক্রান্ত চুক্তি সম্পন্ন হবে। এই চুক্তি সম্পন্ন হলেই শেয়ার বিক্রির অর্থ আসবে আর পর্ষদে একজন পরিচালকও বসবেন।

ডিএসই সূত্র জানায়, লা মেরিডিয়ানে ওই দিন বিকাল ৫টায় চুক্তি স্বাক্ষর হবে। এতে ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চীনা কনসোর্টিয়ামের প্রতিনিধি এবং পুঁজিবাজার সংশ্লিষ্টরা উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসাবে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

উল্লেখ্য, কৌশলগত বিনিয়োগকারী শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জকে ১০ টাকা অভিহিত মূল্যের ডিএসই’র ৪৫ কোটি ৯ লাখ ৪৪ হাজার ১২৫টি শেয়ার ২১ টাকা মূল্যে ক্রয় করবে। পাশাপাশি ডিএসইকে ৩৭০ কোটি টাকা কারিগরি সহায়তা করবে চীনা এই দুই স্টক এক্সচেঞ্জ।

গত ৩ মে চীনা প্রতিষ্ঠানকেই কৌশলগত অংশীদার হিসাবে অনুমোদন দিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন শেয়ার ক্রয় চুক্তিপত্রে তিনটি শর্ত মানার নির্দেশ দিয়েছে। শর্তগুলো হচ্ছে- যাবতীয় কার্যক্রম সিকিউরিটিজ আইন ও দেশের প্রযোজ্য অন্যান্য আইনসহ এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন আইন, ২০১৩২’ ও ডিএসই’র ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিম অনুযায়ী করতে হবে। চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া চুক্তি স্বাক্ষরের পরবর্তী এক বছরের মধ্যেই সম্কন্ন করে কমিশনকে অবহিত ও কমিশনের পূর্বানুমোদন ব্যতীত চুক্তির শর্তাবলি ও আনুষাঙ্গিক অন্যান্য বিষয়াদি পরিবর্তন করা যাবে না।

ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুযায়ী, ২৫ শতাংশ শেয়ার বিক্রিতে আন্তর্জাতিক দরপত্রের দেশি-বিদেশি প্রতিষ্ঠানের কাছে দরপ্রস্তাব আহ্বান করে ডিএসই। প্রথম দফায় যোগ্য দামপ্রস্তাব না পওয়ায় দ্বিতীয় দফায় আবারো দরপত্র আহ্বান করা হয় গত বছরের সেপ্টেম্বরে। চীনের শেনজেন স্টক এক্সচেঞ্জ ও সাংহাই স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম ও ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, ফ্রান্টিয়ার বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নাশডাক আগ্রহ প্রকাশ করে। চীনা কনসোর্টিয়াম ২২ টাকা দামে ২৫ শতাংশ বা ৪৫ কোটি শেয়ার আর কারিগরি উন্নয়নে ৩৭০ কোটি টাকা সহায়তার প্রস্তাব দেয়। আর ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের নেতৃত্বে কনসোর্টিয়ারম ১৫ টাকা দামে শেয়ার কেনার আগ্রহ প্রকাশ করে।