টপ অব দ্য ডে

২০১৪ সালের চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভার জয়যাত্রা থামিয়ে মাদ্রিদ ওপেনের সেমিফাইনালে কিকি বেরটেনস। আরাঞ্চা সানচেস কোর্টে প্রথম সেটটা কিন্তু জিতেছিলেন রুশ তারকাই। ৪-৬ গেমে হেরে হতাশার শুরুর পরের সেটেই দুর্দান্তভাবে ফিরে আসা নেদারল্যান্ডস খেলোয়াড়ের। ৬-২ গেমে জেতা দ্বিতীয় সেটে শারাপোভাকে একেবারে দাঁড়াতেই দেননি তিনি। এরপর তৃতীয়টিও সহজে ৬-৩ গেমে জেতেন বেরটেনস।
» বিস্তারিত পড়ুন